“ফায়ার সার্ভিস পৌঁছতে না পারায় বনের ভেতরে ড্রেন করে ও গাছের ডাল দিয়ে বারি দিয়ে দিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
Published : 03 Mar 2025, 08:03 PM
মাত্র ছয়দিনের ব্যবধানে আবারও মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে আড়াই একরের বেশি বনাঞ্চল।
সোমবার দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া বনের পশ্চিম বাগমারা এলাকায় বনের ভেতরে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন কমলগঞ্জ থানা এসআই মো. জিয়া।
তিনি বলেন, “ফায়ার সার্ভিস আসার পূর্বে পুলিশের টিম, স্থানীয় জনগণ ও বনকর্মীরা মিলে কাঁচা পাতাসহ ডাল দিয়ে বারি দিয়ে দিয়ে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কমলগঞ্জের তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভাতে আসলেও তারা বনের ভেতরে প্রবেশ করতে পারেনি। স্থানীয় জনগণকে নিয়ে মূলত আগুন নিভাতে হয়।”
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সহকারী বন সংরক্ষক মো. জামিল মাহমুদ বলেন, “বেলা দেড়টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া পশ্চিম বাঘমারা এলাকায় বনের টিলায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
“আগুনে দুই থেকে আড়াই একর বনভূমি পুড়েছে। তবে এখন বন পুরো পুরো বিপদমুক্ত।”
কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল দুর্গম হওয়ায় আমরা গাড়ি নিয়ে পৌঁছতে পারিনি। তবে আমাদের কর্মীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে গিয়ে বনকর্মীদের সঙ্গে আইল কেটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি নির্দিষ্ট স্থানের নিচের ঝড়া পাতা ও কিছু গুল্মজাতীয় গাছ পুড়েছে।”
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, “আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাঘমারা বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসকেও খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছতে না পারায় বনের ভেতরে ড্রেন করে ও গাছের ডাল দিয়ে বারি দিয়ে দিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় কোনো গাছের ক্ষতি হয়নি। শুধু নিচের ঝড়া পাতা পুড়েছে।”
তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায় নি। আগুনে দুই একরের একটু বেশি জায়গা পুড়েছে বলে জানান এই বন কর্মকর্তা।
এর আগে ২৬ ফেব্রুয়ারি লাউয়াছড়া বনের বাঘমারা পূর্ব অংশে আগুন লেগে প্রায় দুই একর বনভূমি পুড়ে যায়।
আরও পড়ুন: