“পানির গাড়ি বনের ভেতরে প্রবেশের সুযোগ না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বিলম্ব হয়।”
Published : 26 Feb 2025, 10:30 PM
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে দুই একরের বেশি বনাঞ্চল।
বুধবার বেলা ২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার লাউয়াছড়া উদ্যানের বাঘমারা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জামিল মাহমুদ।
তিনি বলেন, বেলা ২টার দিকে লাউয়াছড়া সংলগ্ন হীড বাংলাদেশের পরিত্যাক্ত বনজ টিলায় আগুন লাগে। পরে তা দ্রুত উদ্যানের বাঘমারা এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, এতে বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা পায় জীববৈচিত্রে ভরপুর দেশের পূর্বাঞ্চলের অন্যতম বন লাউয়াছড়া।
তিনি আরও বলেন, এই বনে প্রচুর জীবজন্তুর বসবাস। রয়েছে প্রাচীনসব বৃক্ষরাজী। তাই এই বন রক্ষায় বন বিভাগ সর্তক অবস্থায় রয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম বলেন, “পানির গাড়ি বনের ভেতরে প্রবেশের সুযোগ না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বিলম্ব হয়। তবুও আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
তিনি জানান, আগুনে প্রায় দুই একর জায়গা পুড়ে গেছে।
তবে লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলামের দাবি- আগুনে লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে গেছে।
তিনি বলেন, প্রথমে বন সংলগ্ন হীড বাংলাদেশের পরিত্যক্ত জায়গায় আগুন লাগে। পরে তা বনে ছড়িয়ে পড়ে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে বালিশিরা পাহাড় রক্ষা সোসাইটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, প্রায় এক হাজার ২০০ হেক্টর এলাকা জুড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই বন অনেক বিপন্নপ্রায় প্রাণীসহ বিরল উদ্ভিদের আশ্রয়স্থল। সঙ্গত কারণেই বনটি সংরক্ষণ অত্যন্ত জরুরি।
“কিন্তু আশঙ্কার বিষয় হল প্রায় প্রতিবছরই বনের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটে। যা অত্যন্ত রহস্যজনক। এছাড়া এর মধ্যেই বনবিভাগের অনেক এলাকা অবৈধ দখলদারদের কব্জায় চলে গেছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের আগুন বন দখলের পাঁয়তারার অংশও হতে পারে। তাই বনবিভাগের বিষয়টি নিয়ে ভালোভাবে অনুসন্ধান করা উচিত।”