কুয়াশার তীব্রতায় মাঝ নদীতে আটকা পড়েছিল ৩টি ফেরি।
Published : 31 Dec 2024, 09:54 AM
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মানিকগঞ্জের দুই নৌপথের ফেরি চলাচল।
এর মধ্যে আরিচা-পাবনার কাজিরহাট নৌপথে দুই ঘণ্টা এবং পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া রুটে সোয়া দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন দুই নৌরুটের (আরিচা কার্যালয়) ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে ভোর ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মধ্য নদীতে আটকা পড়ে ধানসিঁড়ি ও শাহ আলী ফেরি।
একই কারণে সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটেও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে বনলতা ফেরি আটকে পড়ে।
নাসির মোহাম্মদ চৌধুরী আরও জানান, পরে কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ৮টা থেকে আরিচা-কাজিরহাট এবং পৌনে ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল ফের শুরু হয়।
চলাচল শুরু হওয়ায় নদীতে আটকে থাকা ফেরিগুলোও ঘাটে ফিরতে শুরু করছে বলে জানান তিনি।