যশোরে জোড়া খুন: দুই ভাইয়ের ফাঁসি, স্ত্রীসহ আরেক ভাইয়ের যাবজ্জীবন

২০২২ সালের ৭ এপ্রিল রাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান এপিপি।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 03:37 PM
Updated : 8 Nov 2023, 03:37 PM

যশোরের চৌগাছা উপজেলায় জোড়া খুনের মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড ও স্ত্রীসহ তাদের অপর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আসাদুজ্জামান। 

মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আবজেল খানের ছেলে মুকুল খান ও বিপুল খান। যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- আবজেল খানের আরেক ছেলে বিল্লাল খান ও তার স্ত্রী রূপালী বেগম।

মামলার বরাতে এপিপি আসাদুজ্জামান বলেন, “২০২২ সালের ৭ এপ্রিল রাতে চৌগাছা-মহেশপুর সড়কের পাশে দোকানে বসে চা খাচ্ছিলেন ইউনুস খান। সেই সময় কাজের লোক ঠিক করা নিয়ে ইউনুসের সঙ্গে চা দোকানি মুকুলের বিতণ্ডা হয়। এ নিয়ে ইউনুসকে মারধর করেন তিন ভাই মুকুল, বিল্লাল, বিপুল ও বিপুলের স্ত্রী রুপালি। 

“পরে মুকুলের দোকানে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান ইউনুসের ভাই আইয়ুব খান ও ভাতিজা আসাদুজ্জামান খান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল ও তার ভাইয়েরা মিলে ইউনুস, আইয়ুব ও আসাদুজ্জামানকে দা ও বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইউনুছ ও আইয়ুবকে মৃত ঘোষণা করেন বলে জানান এপিপি। 

ঘটনার পরদিন আয়ুব খানের মেয়ে সোনিয়া খান বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এপিপি আরও জানান, তদন্ত শেষে চৌগাছা থানার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা; যা অনাদায়ে তাদের আরও দুই মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী। 

এদিকে রায় ঘোষণার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন আসামির স্বজনরা। ফাঁসির দণ্ড পাওয়া মুকুলের স্ত্রী জলি বেগম বলেন, “আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”