বৃহস্পতিবার বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপন করা নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ের সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার একথা বলেন।
Published : 13 Feb 2025, 08:54 PM
চলমান ‘অপারেশন ডেভেল হান্ট’ অভিযান থেকে বাঁচতে সন্ত্রাসীরা তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।
তিনি বলেছেন, “সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি অভিযান চলছে। কিছু সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার এড়ানোর জন্য এই তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে।”
বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপন করা নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ের সময় কমিশনার একথা বলেন।
এদিন বাদ আসর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের শেষ হবে।
এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে ইজতেমা পরিচালনা করে মাওলানা জুবায়েরপন্থিরা।
নাজমুল করিম খান বলেন, “এরই মধ্যে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি অভিযান চলছে। যে অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে, গ্রেপ্তার করা হচ্ছে। কিছু সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার এড়ানোর জন্য এই তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে।
“আমি তাবলিগ জামাতের মুরুব্বি ভাইদের অনুরোধ রাখব, আপনারা আপনাদের লোকদেরকে চেনেন। যদি কোনো আগন্তুক, কোনো সন্ত্রাসী, আপনার মনে হয় দেশের অন্য প্রান্ত থেকে ডেভিল হান্ট অভিযানের পরিপ্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দেবেন।”
পুলিশ কমিশনার বলেন, “আমরা সবাইকে নিরাপত্তা দিতে চাই। একটি নিরাপত্তার চাদরের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের ইজতেমাটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।”
আরও পড়ুন:
এবারের ইজতেমায় যানবাহন চলবে, গাড়ি রাখা যাবে ৪ স্থানে