ইফতারের আগে ঢাকার সড়কে ‘কচ্ছপ গতি’
রোজার মধ্যে বিকালে অফিস ছুটি আর ইফতারের আগে গন্তব্যে ফেরার তাড়ায় প্রতিদিন বিকালেই তীব্র যানজট দেখা যায় রাজধানী জুড়ে। সড়কে ট্রাফিক পুলিশ তৎপরও থাকলেও যানবাহনের চাপ সামলানো যাচ্ছে না। কাছের গন্তব্যের অনেকে বাস থেকে নেমে রওনা দেন হেঁটে। আর দূরের যাত্রী কিংবা সঙ্গে ব্যাগপত্র থাকার কারণে অনেকের সময় যায় সড়কেই।