ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।
Published : 13 Feb 2025, 06:20 PM
পাকিস্তানের মাওলানা হারুন কোরাইশির আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বাদ আসর শুরু হয়েছে মাওলানা সাদপন্থিদের বিশ্ব ইজতেমা।
১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ইজতেমার মূল কার্যক্রম।
দ্বিতীয় দফার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, “বুধবার রাত থেকেই মানুষ টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার ময়দানে আসতে থাকেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ‘মাশোয়ারার ফয়সালার আসর’ বসে।
সেখানে ইজতেমার দ্বিতীয় দফা শুরুর বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়।
মাশোয়ারার ফয়সালার ‘জিম্মাদার’ ছিলেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামউদ্দিন)।
ফয়সালা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইজতেমা ময়দানে খিত্তায় খিত্তায় তালিম ও বিদেশি সাথিদের জায়গায় আলাদা আলাদা ভাষায় তালিম শুরু হয়।
জোহরের নামাজের পর ময়দানে আগতদের উদ্দেশে বয়ান করেন মাওলানা মোশাররফ সাহেব। মাগরিবের পর বয়ান করেন মাওলানা ইয়াকুব সিলানী (নিজামউদ্দিন)।
শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)।
এদিন সকাল সাড়ে ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হবে।
মিডিয়া সমন্বয়ক বলেন, “বৃহস্পতিবার আসর ও মাগরিবের বয়ান তরজমাকারীর নাম ফয়সালা হয়েছে। বাকি তরজমাকারীদের নাম এশার নামাজের পরে ফয়সালা হবে।
“জুমার নামাজের ইমামতি কে করবেন তাও বৃহস্পতিবার এশার নামাজের পর ফয়সালা হবে।”
ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।
আয়োজকরা বলছেন, দেশ-বিদেশের কয়েক লাখ মানুষ শুক্রবার রাতে টঙ্গীর তুরাগতীরে ইজতেমার ময়দানে একসঙ্গে শবে বরাতের ইবাদত করবেন।
বৃহস্পতিবার সকাল থেকে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ ময়দানে জড়ো হচ্ছেন।
এ পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, “ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি। ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এটা অনেক বড় পাওয়া।”
বিশ্ব ইজতেমার এ পর্বে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা।
ইতোমধ্যে ইজতেমার ময়দানে ভারতের নিজামুদ্দিন বিশ্ব মারকাজ ও পাকিস্তানের শীর্ষ মুরুব্বিরা উপস্থিত হয়েছেন।