পৃথক অভিযানে ২০৫৩ লিটার চোলাই মদ ও ৭০ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানায় র্যাব।
Published : 24 Jul 2023, 07:18 PM
জয়পুরহাট ও নওগাঁয় পৃথক অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ও ৭০ কেজি গাঁজাসহ পাঁচ ‘মাদককারবারীকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।
তিনি বলেন, “খবর পেয়ে রোববার রাতে প্রথম অভিযানে নওগাঁর পত্নীতলা উপজেলার বসকৈল ও কান্তাকিসমত এলাকা থেকে ২০৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
“এ সময় ওই উপজেলার বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮), কান্তা কিসমত গ্রামের শ্রী বাবুল পাহান (৩৪) ও একই গ্রামের অসীম পাহানকে (৩৪) গ্রেপ্তার করা হয়।”
ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, “অপরদিকে সোমবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যান থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।
“ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকলমী গ্রামের ইব্রাহিম খলিল (৫৩) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের আব্দুর রহিমকে (২৫) গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, “গ্রেপ্তাররা দীর্ঘদিন থেকে মাদককারবারের সঙ্গে জড়িত। তারা অবৈধভাবে বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা মামলা করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।