ফাঁসিয়াখালী ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নে প্রশাসক বসেছে।
Published : 21 Jan 2025, 11:10 PM
বান্দরবানের চার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
সেগুলো হল লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়ন।
স্থানীয় সরকারের উপ-পরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক জানান, ৫ অগাস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে লামা ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পলাতক থাকায় ওই সময় থেকে সহকারী কমিশনারকে (ভূমি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া ছিল। এখন নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের মেয়াদও উত্তীর্ণ হয়েছে।
“পাঁচ বছরের স্বাভাবিক যে মেয়াদ সেটা শেষ হয়েছে। আইনে বলা আছে, ১২০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন তো নির্বাচন করার সুযোগ নাই। সেখানে স্বাভাকিভাবে প্রশাসক নিয়োগ দিতে হচ্ছে। একটি ইউনিয়ন পরিষদে নয়জন সদস্যের যে প্যানেল ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা প্রশাসক হিসেবে কাজ করবেন।”
এস এম মনজুরল বলেন, “আমরা এ ব্যাপারে মন্ত্রণালয় বরাবরে চিঠি লিখেছিলাম। মন্ত্রণালয় সেটা অনুমোদন করেছে। একেকটা ইউনিয়নে একজন সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ প্যানেল প্রশাসক হিসেবে কাজ করবে এবং স্কুল শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে।”
নাইক্ষ্যংছড়ির ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “মন্ত্রণালয়ের চিঠিতে বলা আছে, সরকারি একজন কর্মকর্তা অথবা এলাকার কোনো ব্যক্তি সরকার যাকে পছন্দ করবে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার। সে কারণে আমরা উপজেলার একজন সরকারি কর্মকর্তাকেই দায়িত্ব দিয়েছি। তারা আপাতত ১২০ দিনের জন্য দায়িত্ব পালন করবেন।”