আন্দোলনকারীরা দাবি করেন, নতুন যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর।
Published : 05 Mar 2025, 08:45 PM
জয়পুরহাটে সিভিল সার্জন রুহুল আমিনকে বহালের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার বিকালে এই দাবিতে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইন।
শিক্ষার্থীরা জানান, সম্প্রতি সিভিল সার্জন রুহুল আমিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বদলি করা হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন চিকিৎসক স্বপন কুমার বিশ্বাস।
অবিলম্বে সিভিল সার্জনের বদলির আদেশ প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, রুহুল আমিন একজন নিবেদিত স্বাস্থ্য কর্মকর্তা। তিনি ছাত্র-আন্দোলনে আহতদের সেবাসহ সাধারণ মানুষের চিকিৎসাদানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাই তাকে জনস্বার্থে স্বপদে বহাল রাখা জরুরি।
আন্দোলনকারীরা দাবি করেন, নতুন যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর। জয়পুরহাটে সিভিল সার্জন হিসাবে তাকে মেনে নেওয়া হবে না।