ফেনীতে ১৩ দিন আগে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 08 Jan 2025, 06:57 PM
ফেনী সদরে ১৩ দিন আগে ছুরিকাঘাতে গৃহকর্মী এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
অনলাইনে জুয়ার টাকা জোগাতে চুরি করতে গিয়ে ওই বৃদ্ধা বাধা দিলে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার জয়িতা শিল্পী।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার আবির আল রাফি (২০) নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া এলাকার আনোয়ারুল হক মেম্বার বাড়ির মো. মেজবাহ উদ্দিনের ছেলে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী।
এর আগে ২৬ ডিসেম্বর রাতে গৃহকর্মী মাসুদা বেগম (৬৫) খুন হন। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী এলাকার নুরুল আফসার মিয়ার বাড়ির মো. সিরাজের স্ত্রী।
ঘটনার পরদিন মাসুদার ছেলে মো. জাফর বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোশের্দ আলম বলেন, “রাফি অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা সংগ্রহের জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। এক পর্যায়ে রাফি ল্যাপটপ ক্রয়ের কথা বলে তার বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা নেন। তবে ল্যাপটপ না কিনে সেই টাকা জুয়া হারিয়ে ফেলেন।
“জুয়ার টাকা যোগাতে ২৬ ডিসেম্বর রাতে রাফি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে ফলেশ্বর এলাকার ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে প্রবেশ করেন। সেই সময় গৃহকর্মী মাসুদা বেগম দেখে ফেলেন রাফিকে আটকানোর চেষ্টা করেন।”
ছাড়া পেতে রাফি ছুরি দিয়ে মাসুদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, এ ঘটনায় মামলার পর পুলিশের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পিবিআই। পিবিআইয়ের ক্রাইমসিন টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে রাফিকে গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং রাফির ব্যবহৃত ফুলহাতা সাদা কালো রঙের চেক শার্ট উদ্ধার করে পিবিআই।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রামে আত্মগোপন ছিলেন।”
গ্রেপ্তারকে জিজ্ঞাসাবাদ শেষে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ সুপার জয়িতা শিল্পী।