ছিনতাইকারীরা তার পথ আটকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং পায়ে গুলি করে পালিয়ে যায়।
Published : 17 Dec 2022, 12:19 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যক্তিকে গুলি করে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বিকাশ এজেন্ট তারিকুল ইসলাম মোবারককে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান।
শুক্রবার রাত ৯টার দিকে উল্লাপাড়ার চৌকিদহ ব্রিজ এলাকার পাবনা-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩২ বছর বয়সী তারিকুলের বাড়ি উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে।
ওসি নজরুল বলেন, উল্লাপাড়ার বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোবারক। পথে দুইটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে তার পথরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
“এ সময় মোবারক এক ছিনতাইকারীকে ঝাপটে ধরেন। তখন ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।”
ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।