এ মামলায় সম্প্রতি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে; একজনের রিমান্ড শেষ হয়েছে।
Published : 15 Sep 2024, 08:44 PM
নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার চারজনের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া তিনজনকে রিমান্ডে পেয়েছে র্যাব-১১।
রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলীর আদালতে তোলা হয় গ্রেপ্তার শিপন ও মামুনকে। এ সময় র্যাব পাঁচ দিনের আবেদন করলে তাদের জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গ্রেপ্তার প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদের রিমান্ড চলমান আছে।
এর আগে গত সোমবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে র্যাব-১১ গ্রেপ্তার করে কাজল হাওলাদার নামে একজনকে।
পরদিন মঙ্গলবার তাকে ছয় দিনের রিমান্ড দেয় আদালত।
রিমান্ড শেষে শনিবার বিকালে তাকে আদালতে তোলা হলে স্বপ্রণোদিত হয়ে ১৬৪ ধরায় জবানবন্দি দিতে রাজি হন কাজল।
তিনি বিকালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানান।
এর আগে ত্বকী হত্যা মামলায় ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়ে ছিলেন।
এ মামলায় এখন পর্যন্ত তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন:
ত্বকী হত্যা: ৩ মাসের মধ্যে অভিযোগপত্র দিতে চায় র্যাব, আশাবাদী পরিবার
ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ রিমান্ডে
ত্বকী হত্যা: বিচার শুরুর অপেক্ষায় কাটল ১১ বছর