“আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হল আমরা শান্তিতে থাকতে চাই। আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই,” বলেন তিনি।
Published : 23 Dec 2024, 10:03 PM
আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে না চাইলে ভোট ও ভাতের অধিকার আদায়ে আবারও ৫ আগস্টের মত ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান? না কি আবার সেই আওয়ামী লীগে নৌকায় ফিরে যেতে চান?”
তখন সভায় উপস্থিত নেতাকর্মীরা না সূচক জবাব দিলে তিনি বলেন, “ওই যেমন ৫ অগাস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, ঠিক সেইমত ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার আদায়ের জন্য, ন্যায়বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য জন্য, নিজের অধিকার আদায়ের জন্য।
“এ নিয়ে সাম্প্রদায়িক একটি সম্প্রীতি বিশ্বের আর কোনো দেশে নেই, পাশে ভারতেই নেই। শুধু বাংলাদেশে সেই সম্প্রীতি আছে।”
বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই মন্তব্য করে তিনি বলেন, “সুতরাং আমাদেরকে এখানে ওই ধরনের কথা বলে দেশে সাম্প্রদায়িকতা হচ্ছে, এটা আমরা মানতে রাজি নই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই।”
বিএনপির মহাসচিব বলেন, ”ভোট চাইতে আসি নাই। দেশ, মাটি, মানুষের জন্য প্রয়োজন হলে আবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।“
তিনি বলেন, ”আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে, আমরা যদি কখনো সুযোগ পাই, জনগণের ভোটের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করবো এই বাংলাদেশে সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে।
”আমরা নিশ্চিত করব কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্যমূল্য পায়, আমার শ্রমিক ভাই যেন তাদের ন্যায্য মজুরি পায় সেটা আমরা নিশ্চিত করব।”
বিনা কারণে মানুষকে হত্যা-গুম করা এগুলো যেন বাংলাদেশে আর কোনদিন না হয় মন্তব্য করে ফখরুল বলেন, ”আজকে অনেক কিছু শুরু হয়েছে, আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছে, এই কথাগুলো বলা বন্ধ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়ায়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি এবং আমরা অনেক কষ্ট ভোগ করেছি।”
দেশের মানুষের শান্তিতে থাকতে চাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আজকে আমাদের কাছে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হল আমরা শান্তিতে থাকতে চাই। আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই, সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই।
”তারা আমাদের সরকার ব্যবস্থার পরির্তন আনবে, চুরি-চামারি-দুর্নীতি বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, গুণ্ডাবাজি বন্ধ করবে; সেই সাথে দখলবাজি বন্ধ করবে।”
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি মুক্তিযোদ্ধা নূর করিম, আব্দুল হালিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।