শেষ মুহূর্তে ভাঙল হালির হাওরের বাঁধ
সুনামগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2022 11:41 AM BdST Updated: 26 Apr 2022 11:41 AM BdST
ফসল কাটার একেবারে শেষ মুহূর্তে এসে ভেঙে গেছে সুনামগঞ্জের হালির হাওরের বাঁধ।
জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে বিস্তৃত এই হাওরের আসানপুর ফসল রক্ষা বাঁধ ভেঙে সোমবার রাত থেকে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন জামালগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ দত্ত।
মঙ্গলবার সকালে তিনি আরও বলেন, “জামালগঞ্জ উপজেলার আসানপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত ২১ নম্বর প্রকল্পের বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করতে থাকে। ২৫ দিন ধরে হাওরের সব ফসল রক্ষা বাঁধ পানিতে ডুবে আছে। নদ-নদীর পানিও এই সময়ে বিশেষ কমেনি। তাই বাঁধটি ভেঙে গেছে।”
“এই হাওরের ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে। অবশিষ্ট যে অল্প ধান আছে, সেগুলো বাঁচানোর জন্য পানি আটকাতে জরুরি ভিত্তিতে বাঁধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।”
কৃষি বিভাগ বলছে, বাকি ১০ ভাগ ধান একটু উঁচু জমিতে। সেখানে পানি ঢুকতে ঢুকতে কৃষকরা সেই ফসল কেটে ফেলতে পারবে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম মঙ্গলবার বলেন, হালির হাওরের জামালগঞ্জে চার হাজার ৫২৫ হেক্টর জমির ধান আবাদ হয়েছে। এর মধ্য ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে।
হাওরের বিশ্বম্ভরপুর উপজেলার অংশে আরও ৪০৫ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছিল। সেখানেও ৯০ ভাগ ধান কাটা শেষ।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের হাওরে এ পর্যন্ত পাঁচ হাজার ৭৬৫ হেক্টর জমির ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ধান কাটা হয়েছে এক লাখ ৩২ হাজার ৭০০ হেক্টর জমির। জেলায় এখন পর্যন্ত গড়ে ৮০ শতাংশ ধান কাটা হয়েছে।
আরও পড়ুন:
এবার বাঁধ ভেঙে পানি ঢুকেছে ছায়ার হাওরে
বাঁধ রক্ষার চেষ্টা ব্যর্থ, গুরমার হাওর দিয়ে ঢুকছে পানি
বাঁধ ভেঙে পানি ঢুকেছে হোরামন্দিরা হাওরে
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
হাওরে ডুবেছে ‘বোরো’, কৃষকের কপালে ভাঁজ
হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ
হাওর: কেমন হলো ফসল রক্ষা বাঁধের কাজ
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে পানি, মূল হাওর এখনও ‘অক্ষত’
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
-
জাটকা ধরায় নিষেধাজ্ঞা উঠল
-
বিরোধ: মাদারীপুরে দুজনকে কুপিয়ে আহত
-
কক্সবাজার শহরে দস্যুতা-লুণ্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন
-
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
চুয়াডাঙ্গার সড়কে বাইক ও প্রাইভেট কার থামিয়ে ডাকাতি
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- বিমানবন্দরে ২৩ লাখ সৌদি রিয়াল ফেলে পালালেন যাত্রী