এবার বাঁধ ভেঙে পানি ঢুকেছে ছায়ার হাওরে
সুনামগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2022 12:00 PM BdST Updated: 24 Apr 2022 01:22 PM BdST
সুনামগঞ্জে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকার মধ্যে শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢুকছে পানি।
রোববার ভোরে দাড়াইন নদীর পানির চাপে মাউতি ফসলরক্ষা বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। এ হাওরে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৪ হাজার ৬৩৭ হেক্টরসহ কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার বোরো জমি রয়েছে।
প্রশাসন বলছে, ছায়ার হাওরের ৯০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। তবে কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছে, এখনও ৫০ ভাগ জমির ধান কাটা বাকি আছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, “দাড়াইন নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। বাাঁধের এই প্রকল্পটি অন্য প্রকল্পের চেয়ে ঝূঁকিপূর্ণ ছিল না। তারপরও পানির চাপে রোববার সকালে ভেঙে গেছে। এখন হাওরে পানি প্রবেশ করছে।”
এদিকে চলতি বোরো মৌসুমে এই বাঁধটি ২২ লাখ টাকা ব্যয়ে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করে
নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বাঁধের গুণগত কাজ নিয়ে কৃষকরা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন বলে জানিয়েছেন।

বাঁধের কাজ নিয়ে অসন্তোস প্রকাশ করে তিনি বলেন, “পিআইসি দেওয়া হয়েছে সিলেট শহরে থাকে একজন অকৃষক তাকে। জরুরি সময়ে তাকে পাওয়া যায়নি। সে যদি বাঁধে তদারকি করত তাহলে বাঁধটি ভাঙত না।”
শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, ছায়ার হাওরে সবচেয়ে বেশি জমি শাল্লা উপজেলার। কিছু জমি কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন ও কিছু জমি নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার কৃষকদের।
“ইতোমধ্যে শাল্লা অংশে প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে। বাকি অর্ধেক ধান কাটার বাকি আছে। এই অবস্থায় হাওর তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।”
বাঁধ ভাঙা দেখে কৃষকরা আধপাকা ধান ঘরে তুলতে স্ত্রী সন্তান-সন্ততিসহ সবাইকে নিয়ে হাওরে নেমেছেন বলে তিনি জানান।
আরও পড়ুন:
বাঁধ রক্ষার চেষ্টা ব্যর্থ, গুরমার হাওর দিয়ে ঢুকছে পানি
বাঁধ ভেঙে পানি ঢুকেছে হোরামন্দিরা হাওরে
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
হাওরে ডুবেছে ‘বোরো’, কৃষকের কপালে ভাঁজ
হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ
হাওর: কেমন হলো ফসল রক্ষা বাঁধের কাজ
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে পানি, মূল হাওর এখনও ‘অক্ষত’
নদীতে ঢল, ঝুঁকিতে বাঁধ, চিন্তায় হাওরের কৃষক
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে