ওলিয়ার শরীফ দুই দিন আগে পরানপুর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন বলে পুলিশ জানায়।
Published : 26 Apr 2024, 04:25 PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মধুমতি বাওড়ের পরানপুর গরুরহাটের কাঠের সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান।
মৃত ৫৫ বছর বয়সী ওলিয়ার শরীফ কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া গ্রামের কালা শরীফের ছেলে।
ওসি জিল্লুর রহমান বলছেন, “ওলিয়ার শরীফ দুই দিন আগে পরানপুর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
“খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সন্ধান না পেয়ে তারা অভিযান বন্ধ ঘোষণা করে চলে যায়।”
সকালে ওলিয়ারের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।