নদীর তীরে পড়ে থাকা প্যান্টের পকেটে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় জানা যায় বলে জানায় নৌ-পুলিশ।
Published : 14 May 2023, 05:41 PM
বরিশালে নিখোঁজের একদিন পর কীর্তনখোলা নদী থেকে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে নদীর চাঁদমারী খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বরিশাল সদর নৌ-পুলিশের ওসি আব্দুল জলিল।
নিহত কালাচাঁন কুমার ঘোষ (৫০) নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা।
নৌ-পুলিশের ওসি বলেন, “চাঁদমারী খেয়াঘাট এলাকায় কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় কালাচাঁনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীর তীরে জুতা ও প্যান্ট পাওয়া গেছে। প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
“শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়ে।”
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।
কালাচাঁনের ভাই অশোক ঘোষ বলেন, “আমার ভাই ইলেকট্রিক মিস্ত্রি ছিল। শনিবার রাত ৮টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে।
“যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে ভাইয়ের যাওয়ার কথা নয়।” এটা স্বাভাবিক মৃত্যু নয়, হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তিনি।