শনিবার দুপুরের দিকে তিন বন্ধুকে নিয়ে আসিফ গোসল করতে পদ্মা নদীতে নামে।
Published : 09 Feb 2025, 08:10 PM
রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার বিকালে গোদার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. নেছার আলী জানান।
নিহত মো. আসিফ মুস্তাহিদ (১৪) রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল পালাম আজাদের ছেলে। সে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নেছার আলী বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার পদ্মা নদীতে তিন বন্ধুসহ আসিফ গোসল করতে নামে। নদীর মাঝে চর জাগায় তারা সাঁতরে চরে যায়। ফেরার সময় সে নদীতে নিখোঁজ হয় বলে তার বন্ধুরা স্বজনদের জানায়।
“খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কাজ চালায়।”
তিনি বলেন, রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালু রেখেছিল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও ডুবুরিদল।
পরে বিকালে পদ্মার ওই এলাকা থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: