ওই শিক্ষার্থী তার দুই বন্ধুকে নিয়ে নদীতে গোসলে গিয়েছিল বলে স্বজনরা জানান।
Published : 08 Feb 2025, 05:59 PM
রাজবাড়ীতে পদ্মায় গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোদার বাজার এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. নেছার আলী জানান।
নিখোঁজ মো. আসিফ মুস্তাহিদ (১৪) রাজবাড়ী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার এলাকার মো. আবুল পালাম আজাদের ছেলে। সে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আসিফের স্বজন ও স্থানীয়দের বরাতে নেছার আলী বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর ওই এলাকায় তিন বন্ধুকে নিয়ে আসিফ গোসল করতে নামে। নদীর মাঝে চর জাগায় তারা সাঁতরে সেখানে যায়। ফেরার সময় সে নদীতে নিখোঁজ হয় বলে তার বন্ধুরা স্বজনদের জানায়। খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে আসিফের খোঁজে নদীতে নামে।
নেছার আলী আরও বলেন, “নদীতে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বিকাল ৫টা পর্যন্ত আসিফের খোঁজ পাওয়া যায়নি। আজকের মত উদ্ধার অভিযান শেষ হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও অভিযান চালাবে ফায়ার সার্ভিস।”