ওসি বলেন. এই ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা করেনি।
Published : 07 Mar 2025, 02:44 PM
বাগেরহাটের রামপালে তৃণমূল পর্যায়ে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড় এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রামপাল থানার ওসি মো. সেলিম রেজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহিদুল ইসলাম, মাহিদসহ আটজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “সম্প্রতি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন আমাদের নেতা-কর্মীদের হুমকি দিচ্ছিলেন। এর জেরে বৃহষ্পতিবার সকালে তার সমর্থকরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, “ছাত্রদল নেতা আবু তালেবের বাবাকে মারধর করে একটি পক্ষ। এই নিয়ে মূলত ঝামেলা তৈরি হয়েছে। রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হালিম পাটোয়ারি ও সদস্য সচিব জাহিদুল ইসলামের লোকজন আমার সমর্থকদের উপর হামলা করে।’
রামপাল থানার ওসি সেলিম রেজা বলেন, বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন কমবেশি আহত হয়েছেন।
ওসি আরও বলেন. এই ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা করেনি।
মামলা করলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।