নাটোরে একটি চালকলের বিল আসে এক কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা।
Published : 03 Oct 2024, 10:38 AM
নাটোর সদর উপজেলায় একটি চালকলের এক মাসের বিদ্যুৎ বিল দেড় কোটি টাকা সংশোধন করে সাড়ে ১৬ হাজার টাকা করে দিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া এ ধরনের অদ্ভূত বিল করার কারণে বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (রাজস্ব) শাহ মো. মোস্তফা কামাল জানান।
তিনি বলেন, “বিলিং সহকারী বিল পোস্টিং করতে গিয়ে টাইপিংয়ে ভুল করেন। পরে প্রিন্টেড বিল চেক না করে গ্রাহকের কাছে পৌঁছে দেন বিতরণকারী। এমন ভুল সাধারণত হয় না। সংশোধিত বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার ভেষজ চাষিদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত (গুড়া) করা হয় মো. জালাল উদ্দিনের চালকলে। গত এক বছরের হিসাব মতে, গড়ে প্রতি মাসে এই চালকলে বিদ্যুৎ বিল আসে ১৫ হাজার টাকার মত।
কিন্তু গত সোমবার এই চালকলের বিল আসে এক কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা। ২৪ সেপ্টেম্বরের মধ্যে তা পরিশোধ করতে বলা হয়। বিল দেখে ভড়কে যান জালাল উদ্দিন; হতবাক হয়ে যায় এলাকাবাসী।
আরও পড়ুন
নাটোরে চালকলের এক মাসের বিদ্যুৎ বিল দেড় কোটি টাকা!