৫১ দিনে ‘গঙ্গা বিলাসের’ তিন হাজার ২০০ কিলোমিটার যাত্রাপথের ছয় দিন কাটবে বাংলাদেশে।
Published : 04 Feb 2023, 04:03 PM
নদী পথে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ সুন্দরবন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে; পর্যটকরা এদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন।
শনিবার দুপুর ২টায় বাগেরহাটের মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে ‘গঙ্গা বিলাস’। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পর্যটকদের স্বাগত জানান। এ সময় সেখানে ভারতীয় হাই কমিশন ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব (বোর্ড ও গণসংযোগ) মো. মাকরুজ্জামান সাংবাদিকদের বলেন, সুন্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ‘গঙ্গা বিলাসে’র পর্যটকদের খুলনা জেলার কয়রা উপজেলার আংটিহারায় অনবোর্ড ইমিগ্রেশন করা হয়।
শনিবার বিকেলে প্রমোদতরীতে থাকা বিদেশি পর্যটকদের বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মসজিদটি ঘুরে দেখেন। প্রায় সাড়ে ৬০০ বছরের পুরনো মসজিদের নির্মাণশৈলী দেখে তারা মুগ্ধ হন।
রোববার পর্যটকদের সুন্দরবন যাওয়ার কথা রয়েছে। ৫১ দিনে ‘গঙ্গা বিলাসে’র তিন হাজার ২০০ কিলোমিটার যাত্রাপথের ছয় দিন কাটবে বাংলাদেশে। এ সময় পর্যটকরা বাগেরহাটের মোরেলগঞ্জ, বরিশাল, ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামে ভ্রমণ করবেন।
মোংলা বন্দরে আসার পর পর্যটক ও গঙ্গা বিলাসের কর্মকর্তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী পর্যটকদের নিয়ে কেক কাটেন।
পর্যটকরা বাংলাদেশের আতিথেয়তায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা একে অপরকে কেক খাওয়ান।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে আসায় আমরা দারুণ আনন্দিত। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বের। দেশি-বিদেশি পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন সব সময় সতর্ক থাকে।
“এখানে আসা পর্যটকরা নির্বিঘ্নে সুন্দরবন ঘুরবেন। বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে সরকার বদ্ধপরিকর।”
‘গঙ্গা বিলাসে’র ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান সাংবাদিকদের বলেন, এটি পৃথিবীর সবচেয়ে লং ট্যুর রিভার ক্রুজ। এটি বাংলাদেশ-ভারতের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্রে যাবে।
তিনটি ডেকসহ এমভি ‘গঙ্গা বিলাসে’র দৈর্ঘ্য ৬২ মিটার ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির একজন ভ্রমণ করছেন। ‘গঙ্গা বিলাস’ সুন্দরবন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ছয় দিন এ দেশের জলপথ পাড়ি দেবে বলে সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১১ জানুয়ারি উত্তর প্রদেশের বারানসিতে এই প্রমোদভ্রমণের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এতে জন প্রতি একদিনের টিকেটের দাম পড়ছে ২৪ হাজার ৬৯২ রুপি; যাত্রাপথের মোট ৫১ দিনের ভাড়া ১২ লাখ ৫৯ হাজার রুপি। তবে আলাদা আলাদা প্যাকেজেও পর্যটকরা এই তরীতে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন।
আরও পড়ুন:
৫১ দিনে বারানসি থেকে আসাম, মাঝে বাংলাদেশ; প্রস্তুত ‘গঙ্গা বিলাস’