জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুকু রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারি ছিলেন।
Published : 25 Mar 2025, 05:12 PM
আত্মগোপন থেকে বাসায় ফিরেই গ্রেপ্তার হয়েছেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের এক নেতা।
নেত্রকোণা পৌর শহরের মসজিদ কোয়ার্টার এলাকার বাসা থেকে সোমবার মধ্যরাতে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুকু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য এবং নেত্রকোণা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি কাজী শাহনেওয়াজ জানান, বেআইনিভাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি চাকরিজীবীকে মারধর ও আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে সদর থানার দুটি এবং সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলায় আসামি টুকু।
এ ছাড়া নেত্রকোনা সদর থানায় দ্রুত বিচার আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরো দুইটি মামলা রয়েছে তার নামে।
জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বামনমোহা গ্রামের তারেক মিয়ার করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় টুকুকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।