ওসি বলেন, আবুল হাশেমকে হত্যা করা হলেও টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি।
Published : 19 Oct 2024, 02:59 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তা কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে পৌর এলাকার ফাল্গুনকরায় অবস্থিত রবি অজিয়াটা কোম্পানির টাওয়ারে দায়িত্বরত ওই নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।
নিহত আবুল হাশেমের (৬৫) বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার করোটি চকবাড়ি এলাকায়। আবুল হাশেম ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের দেওয়া নিরাপত্তা কর্মী ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসা ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে রবি টাওয়ারটিতে কর্মরত রয়েছেন। এরই সুবাদে আশে-পাশের বাসিন্দাদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তিনি চৌদ্দগ্রামের ঠিকানায় জাতীয় পরিচয়পত্রও পেয়েছেন।
সুপারভাইজার আনোয়ার জানান, নিহত আবুল হাশেম ছাড়াও সফিউল্লাহ নামে আরেকজন নিরাপত্তা কর্মী হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। তবে শুক্রবার আবুল হাশেম একাই ডিউটিতে ছিলেন।
ওসি এটিএম আক্তার উজ জামান বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের যে কোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। সকালে হাত-পা বাঁধা ও মুখে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আরও বলেন, আবুল হাশেমকে হত্যা করা হলেও টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে।
চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, “সিকিউরিটি গার্ড আবুল হাশেমকে শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের ধরার চেষ্টা করছি। ”