পিরোজপুর সদর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পিরোজপুরের সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী জানান।
মৃত আকবর আলী (৮৫) সদর উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা।
আকবর আলীর ছেলে মো. আরিফ বিল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রোববার হৃদরোগে আক্রান্ত হলে আব্বাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
সোমবার বিকাল ৩টার দিকে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তার বাম হাঁটুর উপরের অংশ থেতলে যায়।
“এ ঘটনার তিন ঘণ্টা পার হলেও কোনো ডাক্তার, নার্স বা কর্তৃপক্ষ খোঁজ-খবর নিতে আসেননি। এমনকি একটা এক্সরে পর্যন্ত হাসপাতালে করা যায়নি। বাইরে থেকে এক্সরে করিয়ে এনেছি। পরে রাতে তাকে অ্যাম্বুলেন্স করে খুলনা নিয়ে যাই।”
আইনি পদক্ষেপের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমরা কোনো আইনি ব্যবস্থা নেইনি।”
এ ব্যাপারে সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী বলেন, “আকবর আলী হার্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এমন দুর্ঘটনা হবে আমরা বুঝতে পারিনি। ছাদের পলেস্তারা খসে পড়ার মত কোনো লক্ষণ ছিল না। আকস্মিক এ দুর্ঘটনায় আমরা দুঃখিত।”