পুলিশ বলছে, রাতে বাড়ির আঙ্গিনায় বসে মাছ কাটছিলেন সোনাভান; কেউ একজন তখন পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে।
Published : 24 Nov 2023, 01:07 PM
যশোরের শার্শায় লাঠি দিয়ে মাথায় আঘাত করে মধ্যবয়সী এক নারীকে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার আমলাই গ্রামের বাড়ি থেকে সোনাভান নামের ৪২ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান।
সোনাভান ওই গ্রামের প্রয়াত মফেজদ্দিনের মেয়ে। ২০ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিলের ধারে ওই বাড়িতে থাকতেন তিনি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রাতে বাড়ির আঙ্গিনায় বসে মাছ কাটছিলেন সোনাভান। এ সময় কেউ একজন পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘাতক পালিয়ে যায়।
“পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাতেই সোনাভানের লাশ উদ্ধার করে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ওসি বলেন, সোনাভানের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার সাবেক স্বামী আব্দুর রশিদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।