অটোরিকশা ছিনতাই করে ধারাল অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
Published : 29 Mar 2024, 11:52 AM
সিরাজগঞ্জ সদর উপজেলায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে বহুলী ইউনিয়নের রঘুরগাতি এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
নিহত মোতালেব হোসেন (৩০) শহরের রেলওয়ে কলোনির সাইফুল ইসলামের ছেলে।
ওসি বলেন, মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মোতালেব। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন সকালে ওই এলাকায় তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে; এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]