এক শিশুর পরিবার বুধবার থানায় মামলা করেছে বলে জানায় পুলিশ।
Published : 19 Mar 2025, 09:24 PM
রাজবাড়ীর কালুখালি উপজেলায় তিন ছেলেশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে কালুখালি থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (৩৩) খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাঠি গ্রামের বাসিন্দা।
এক শিশুর পরিবার বুধবার থানায় মামলা করেছে বলে জানায় পুলিশ।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, মাদ্রাসায় থেকেই পড়াশোনা করে তিন শিশু। শিক্ষক আব্দুল্লাহ আল মামুন নানা বাহানায় তিন শিশুকে নিজের ঘরে ডেকে বিভিন্ন সময় ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুরা তাদের পরিবারকে কিছু জানায়নি।
কিন্তু স্থানীয়রা মঙ্গলবার রাতে বিষয়টি টের পেয়ে শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।