বৃহস্পতিবার গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট জামদানি সড়ক মোড় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলকে।
Published : 16 Feb 2025, 09:53 PM
গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে ‘প্রতিহিংসাবশত’ আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া এ অভিযোগ করেন।
নিহত আব্দুল্লাহ আল-মামুন মণ্ডল ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার বিকালে ধাপেরহাট জামদানি সড়ক মোড় এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শুক্রবার দুপুরে মামুনের বাবা আব্দুল মান্নান মণ্ডল বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আসামিদের মধ্যে নাম থাকা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ‘নিরাপরাধ’ দাবি করে ‘প্রতিহিংসাবশত’ তাদের আসামি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্তপূর্বক তাদের বিচার দাবি করছি।
“কিন্তু নিরপরাধ ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন ও বিএনপির সদস্য আনজু মিয়াকে আসামি করা হয়েছে।
“এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, “আপনারা সবাই অবগত আছেন এই ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া দিন-দুপুরে প্রকাশ্যে এ ঘটনাটি ঘটেছে। এ কারণে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা গোপন করার কোনো অবকাশ নাই।
“কিন্তু প্রতিহিংসাবশত বিএনপির কয়েকজন নিরপরাধ নেতাকর্মীকে এ হত্যা মামলায় আসামি করা হয়েছে। যা খুবই দুঃখজনক।”
বিএনপি নেতাকর্মীদের দ্রুত এ ঘটনার দায় থেকে মুক্তি দেওয়ার জোর দাবিও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার প্রমুখ।
এ বিষয়ে মামলার বাদী ও মামুনের বাবা আব্দুল মান্নান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামুনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার সময় কয়েকজন হেলমেট পরা ছিল, মুখ ঢাকা ছিল। এর বাইরে কেউ কেউ নেপথ্যেও ছিল। এর মধ্যে যাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদেরকেই মামলায় আসামি করা হয়েছে।”
পুরানো খবর
সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: এদিক ওদিক বাবাকে খুঁজছে ৫ বছরের আয়াত
গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক