আরও অন্তত চারজন আহত হয়েছে। আত্মসমর্পণে রাজি না হওয়ায় পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে হেফাজতে নেওয়া হয়।
Published : 18 Apr 2025, 10:04 AM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বিশ্ববিদ্যালয়ে ডেপুটি শেরিফের ছেলের গুলিতে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারের এ ঘটনায় হামলাকারীও পুলিশের গুলিতে আহত হয়েছে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের নাম পরিচয় জানা না গেলেও তারা শিক্ষার্থী নন এবং দুজনই পুরুষ, বলেছেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি পুলিশের প্রধান জেসন ট্রামবাওয়ের। আহতদের হাসপাতালে ভর্তির কথা জানালেও তাদের পরিচয় জানাননি তিনি।
সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী ফিনিক্স আইকনারর মা লিওন কাউন্টি শেরিফের ডেপুটি; আটকের সময় তার কাছে মায়ের ব্যবহৃত হ্যান্ডগান পাওয়া গেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হামলায় আইকনার একাই জড়িত বলে ধারণা পুলিশের। কী উদ্দেশ্যে এ হামলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থলে পাওয়া হ্যান্ডগানটি আইকনারের মা’কে প্রথমে বাহিনী থেকেই দেওয়া হয়েছিল, পরে তিনি সেটি কিনে নিলে তা তার ব্যাক্তিগত আগ্নেয়াস্ত্রে পরিণত হয়, বলছে পুলিশ।
হামলাকারী নিজেও রাজ্যের রাজধানী ট্যালাহ্যাসিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে ধারণা ট্রামবাওয়ের।
কর্তৃপক্ষ বলছে, ঘটনার খবর শুনে ছুটে আসা পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করতে বললেও হামলাকারী রাজি হয়নি, পরে বাধ্য হয়ে তাকে লক্ষ্য করে গুলি চালাতে হয়।
আইকনারের সঙ্গে তার গুলিতে আহত চারজনকেও পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সকলের অবস্থাই আশঙ্কামুক্ত বলে ট্যালাহ্যাসি মেমোরিয়াল হেলথকেয়ার হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাস শুটিংয়ের ঘটনা প্রায়ই দেখা যায়।
২০১৪ সালেও ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে স্নাতক পাস এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরি লক্ষ্য করে গুলি ছুড়েছিল। সেবার দুই শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন ভবনের কাছে গুলি শুরু হয়। সেসময় ৪২ হাজারের বেশি শিক্ষার্থী মূল ক্যাম্পাসে ক্লাস করছিল।
বন্দুকধারী স্টুডেন্ট ইউনিয়ন ভবন থেকে বেরিয়ে এসে বাইরে চার থেকে পাঁচটি গুলি ছোড়েন, বলেছেন শিক্ষার্থী ম্যাক্স জেনকিনস।
“বন্দুকধারী রক্ষণাবেক্ষণকারী একটি লোকের দিকে তাকায় যে সবার উদ্দেশ্যে হাত নাড়ছিল, আমার মনে হয় সে সম্ভবত তার কথা শুনে ঘুরে সেদিকে গুলি চালিয়েছিল। এখানে একটি গল্ফ কার্ট আছে যার মধ্যে একটি বুলেটের ছিদ্র রয়েছে,” ট্যালাহ্যাসি ডেমোক্র্যাট নিউজপেপার ওয়েবসাইটে এক ভিডিওতে জেনকিনসকে এমনটাই বলতে শোনা গেছে।
সন্তানদের নিয়ে বিশ্ববিদ্যালয়টি ঘুরতে এসে স্টুডেন্ট ইউনিয়ন ভবনে লাঞ্চ করছিলেন ক্রিস পেন্টো, তখনই গুলির শব্দ শোনেন তিনি।
“এটা ছিল পরাবাস্তব, মানুষ দৌড়াতে শুরু করল,” নিজের মেয়ের পদদলিত হওয়ার কথা বলতে গিয়ে স্থানীয় টিভি স্টেশন ডব্লিউসিটিভিকে এমনটাই বলেন পেন্টো।
হ্যান্ডগানের পাশাপাশি আইকনার ক্যাম্পাসে একটি শটগানও নিয়ে এসেছিলেন বলে ধারণা কর্তৃপক্ষের, তবে হামলায় সেটি ব্যবহৃত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।