মাঝরাতেও শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীগামী বাস ও অন্যান্য বাহন আটকা পড়ে।
Published : 13 Mar 2025, 01:02 AM
নোয়াখালীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় ’হেনস্তা’ ও সব ছিনিয়ে নিয়ে সড়কে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা রাত ১০টা থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় সড়ক অবরোধ করে।
এতে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্ণীপুরগামী বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে।
রাত পৌনে ১টার দিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা এখনও সড়কে রয়েছে। বলার মত খবর নেই। আলোচনা করে তাদেরকে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ঘটনায জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ভুক্তভোগী ওই ছাত্রী (২১) নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচে অধ্যয়নরত।
কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. জাহেদ হোসেন ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেন, বুধবার কলেজের ইফতার শেষে ১৫তম ব্যাচের এক ছাত্রী সিএনজিচালিত অটোরিকশায় জেলা সদরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুরে অটোরিকশার অপর দুই পুরুষ যাত্রী তাকে হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। এক পর্যায়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, এসময় ওই শিক্ষার্থী চিৎকার করলে অটোরিকশা থেকে তাকে ফেলে দিয়ে চালক ও দুই যাত্রী পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই ছাত্রীর সহপাঠীদের বিষয়টি জানালে ঘটনায় জড়িতদের গ্রপ্তারের দাবিতে শিক্ষার্থীরা চৌমুহনী চৌরাস্তায় রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন বলে আন্দোলনরত শিক্ষার্থীর বলেন।