ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ছয় নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম।
সাজাপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব শহরের বরিমা বরুয়ানের ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অংয়ের ছেলে মংসা, তাজ অংয়ের ছেলে চওনা, উলাটি অংয়ের ছেলে মংচেতে, মৎ সাওয়ের ছেলে উয়া নাউ।
আইনজীবী ফরিদুল আলম বলেন, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করে কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ড সদস্য খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।
মামলায় ১৫ জনের মধ্যে ১৪ জন সাক্ষ্য দেন। আসামিদের উপস্থিতিতে বিচারক তার রায়ে ছয় জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দেন।