বগুড়ায় বিচারকের পর গেলেন ওসি, পুলিশ বলছে ‘নিয়মিত বদলি’

বগুড়ার সাবেক অতিরিক্ত জেলা জজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিভাবককে পা ধরতে বাধ্য করার কথা অস্বীকার করেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 05:48 PM
Updated : 29 March 2023, 05:48 PM

বগুড়া সরকারি বলিকা বিদ্যালয়ে পা ধরার ঘটনায় অতিরিক্ত জেলা জজের বদলির পর এবার সদর থানার ওসিকে সরানো হলো। তবে পুলিশ তার বদলিকে রুটিন ব্যাপার বলছে। 

বগুড়া ‘এ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরাফত ইসলাম জানান, বগুড়া সদর থানার ওসি (অপারেশন) মো. মুন্নাফকে মঙ্গলবার সোনাতলা থানায় বদলি করা হয়েছে।

সম্প্রতি বগুড়া সরকারি বলিকা বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবককে পা ধরানোর অভিযোগ উঠলে অতিরিক্ত জেলা জজ রুবাইয়া ইয়াসমিকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। 

তবে ওই বিষয়ের সঙ্গে এই পুলিশ কর্মকর্তার বদলির কোনো সম্পর্ক নেই বলে জানান সরাফত ইসলাম। 

এদিকে, বদলি হওয়া রুবাইয়া ইয়াসমিন তার এক বন্ধুর মাধ্যমে বুধবার বগুড়ার কয়েকজন গণমাধ্যম কর্মীর কাছে একটি বিবৃতি মেইল করেছেন। তিন পৃষ্ঠার সেই বিবৃতিতে ঘটনার সময় বগুড়া সদর থানার ওসি (অপারেশন) তার সঙ্গে ছিলেন বলে উল্লেখ রয়েছে। 

এই বিবৃতি দেওয়ার বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একতরফাভাবে মিডিয়া লিখে যাচ্ছে, আমার তো মানবাধিকার আছে; তাই বিবৃতি দিয়েছি।” 

তিন পৃষ্ঠার বিবৃতিতে তিনি অভিভাবককে পা ধরতে বাধ্য করার কথা অস্বীকার করেছেন। 

এদিকে, এ ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা তদন্তের কাজে বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে যাবেন। গত সোমবার তদন্ত শুরু হয়েছে। 

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় কয়েকজন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসতে বলেছেন। তাদের সাক্ষ্য নেওয়া হবে।   

আরও পড়ুন:

Also Read: বগুড়া সরকারি স্কুলের সেই ঘটনার তদন্ত শুরু, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ

Also Read: বিচারকের বিরুদ্ধে অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ

Also Read: সেই বিচারককে সরানো হল বগুড়া থেকে