নাটোরে ধর্ষণ ও হত্যায় দম্পতির যাবজ্জীবন

২০১০ সালে অজ্ঞাত এক নারীর লাশের পাশে বেলালের স্ত্রী জেসমিনের একটি ব্যাগ পায়  পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 10:31 AM
Updated : 21 Nov 2023, 10:31 AM

নাটোরে ১৩ বছর পর অজ্ঞাত এক নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম একজনের উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন।

দণ্ডিতরা হলেন- নাটোরের সদর উপজেলার উলুপুর এলাকার মো. বেলাল হোসেন ও তার স্ত্রী মোছা. জোসনা খাতুন জেসমিন। তাদের মধ্যে বেলাল হোসেন পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান জানান।

মামলার নথি থেকে জানা যায়, ট্রাক ড্রাইভার বেলালের শ্বশুর বাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায়। ২০১০ সালের ১১ জানুয়ারি ওই এলাকার একটি আম ও কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

সুরতহালে পুলিশ লাশের বুকে আঁচড়ের চিহ্ন ও ধর্ষণের আলামত পায়। এ ছাড়া ওই নারীর পাশ থেকে বেলালের স্ত্রী জেসমিনের একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তৎকালীন নাটোর সদর থানার এসআই নূরুজ্জামান বাদী হয়ে বেলাল হোসেন ও তার স্ত্রী জোসনা খাতুন জেসমিনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা করেন। নিহতের পরিচয় তদন্তকারী কর্মকর্তা শনাক্ত করতে পারেনি।

পরে জেসমিনকে গ্রেপ্তার করলেও ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বেলাল।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচার কাজ শেষে আদালত মঙ্গলবার দুইজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।