উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাস্পে আগুন, পুড়ল অর্ধশত ঘর 

রাত সাড়ে ১০টার দিকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে; এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2023, 06:10 PM
Updated : 28 April 2023, 06:10 PM

পাঁচ দিনের মাথায় কক্সবাজারে উখিয়ায় ফের রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে অর্ধশত ঘর। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের এডিআইজি ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরে; এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানালেও কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। 

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি বসত ঘরে আকস্মিক আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। 

“সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।”  

তিনি জানান, প্রাথমিকভাবে অন্তত অর্ধশত বসত ঘর পুড়ে গেছে বলে জানা যায়; তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। 

গত সোমবার [২৪ এপ্রিল] টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আগুনে অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। ওইদিনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তার এক সপ্তাহ আগে লেদার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অর্ধশত ঘর পুড়ে যায়। এরও আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ দুই হাজার ৮০৫টি স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Also Read: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশত ঘর