টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল অর্ধশত ঘর

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2023, 05:27 PM
Updated : 24 April 2023, 05:27 PM

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আগুনে অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাত সাড়ে ৮টায় ইউনিয়নের ২১ নম্বর শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে টেকনাফের উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. এরফানুল হক চৌধুরী জানান।

উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এরফানুল বলেন, রাত সাড়ে ৮টার দিকে আশ্রয় শিবিরের বেসরকারি একটি সংস্থার (এনজিও) নারী কেন্দ্রে আকস্মিক আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক ঘর পুড়ে যায়। রাত সাড়ে ৯টায় টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি; তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

এক সপ্তাহ আগে রাতে লেদার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অর্ধশত ঘর পুড়ে যায়। এরও আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ দুই হাজার ৮০৫টি স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছিল।