মাদারীপুরে ‘নির্যাতন সইতে না পেরে গৃহবধূর বিষপান’

এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানায় পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 03:54 PM
Updated : 14 Nov 2023, 03:54 PM

মাদারীপুর সদরে যৌতুকের নির্যাতন সইতে না পেরে বিষপানে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি সালাউদ্দিন আহমেদ।

মৃত নাজমা আক্তার (৩০) ওই গ্রামের মস্তফা মুন্সীর স্ত্রী।

এ ঘটনায় নাজমার মা তাহমিনা বেগম বাদী হয়ে মস্তফাসহ ছয়জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন।

মামলার বরাতে ওসি সালাউদ্দিন বলেন, “১৩ বছর আগে কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামের খালেক ফকিরের মেয়ে নাজমার সঙ্গে একই উপজেলার পেয়ারপুর গ্রামের কাদের মুন্সীর ছেলে মস্তফার বিয়ে হয়।

“বিয়ের সময় দেড় ভরি স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দেওয়া হলেও বিভিন্ন সময় আরও টাকা-পয়সা জন্য নাজমাকে চাপ দিত তার শ্বশুরবাড়ির লোকজন। এক পর্যায়ে মঙ্গলবার বাবার বাড়ি থেকে আরও পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে নাজমাকে নির্যাতন করেন তারা।

“পরে নির্যাতন সইতে না পেরে রাতে নাজমা বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।”

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সালাউদ্দিন।