বরিশালে এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানান মৎস্য কর্মকর্তা।
Published : 05 Apr 2024, 12:30 AM
বরিশালের হিজলা উপজেলায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযানের সময় মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার বিকালে উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় হরিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রহিম তাকেও লাঞ্ছিত করেছেন। সেইসঙ্গে তিন কর্মচারীকে মারধর করেছে পুলিশ।”
আহতরা হলেন- উপজেলা মৎস্য বিভাগের মাঠ কর্মী মো. হানিফ, মাঝি মো. ইয়াসিন ও সাইদুল ইসলাম।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “হরিনাথপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ি সংলগ্ন মো. ইউনুসের বাড়িতে কারেন্ট জাল মজুতের খবর পেয়ে নৌ-পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। তার ঘর থেকে এক বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। তখন ঘরে থাকা এক নারী বলেন, ফাঁড়ির ইনচার্জ সব জানেন।
“ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিমকে খবর দেওয়া হলে, তিনিসহ আরও দুজন এসে কর্মচারীদের মারধর শুরু করেন। এ সময় আব্দুর রহিম আমাকে বলেন, ‘কারেন্ট জাল বিক্রি করব, তাতে তোর কী’?”
সেখান থেকে চলে যাওয়ার পর আবারও দুইটি মোটরসাইকেলে করে তিন পুলিশ সদস্য গিয়ে মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলা করেন বলে জানান মোহাম্মদ আলম।
এ ঘটনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে; তারা নির্দেশনা দিলে মামলা করা হবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
অভিযোগের বিষয়ে হরিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি যেটা বলতে চেয়েছি, মৎস্য কর্মকর্তা সেটা না বুঝে অন্য আরেকটা বুঝেছেন।”
হিজলা থানার ওসি মো. জুবাইর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মৎস্য বিভাগ থেকে কেউ অভিযোগ দেয়নি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।