নাশকতার মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 21 Nov 2023, 04:39 PM
নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সদরে জামায়াতের মিছিল থেকে সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান।
গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শহিদুল ইসলাম (৪২), একই উপজেলার মাসাব এলাকার দেলোয়ার হোসেন (৫২), কৈরাব এলাকার মো. রুবেল (৩৫), হাটাবো এলাকার ইমরান হোসেন (৩৬), গোলাকান্দাইলের ইউসুফ গাজী (৩৭), দড়িকান্দির শফিকুর রহমান বাচ্চু (৫২), আড়াইহাজার উপজেলার ফতেহপুরের দ্বীন ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। খবর পেয়ে মিছিলে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে পুলিশ।
আটকরা জামায়াতের সক্রিয় কর্মী; তারা মিছিল থেকে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন ওসি নূরে আযম।
সম্প্রতি নাশকতার অভিযোগে ফতুল্লা থানায় করা এক মামলায় আটকদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।