প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
Published : 20 Mar 2025, 12:24 PM
রোজার ঈদের ছুটি দুই দিন বাড়িয়ে ১২ দিন করার দাবিতে গাজীপুরে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা কারখানার শ্রমিকরা এ অবরোধ করে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।
ওসি আব্দুল হালিম বলেন, এবার অধিকাংশ পোশাক কারখানায় রোজার ঈদের ছুটি ১০ দিনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা ঈদের ছুটি আরও দুই দিন বৃদ্ধি করে ১২ দিন করার দাবি জানান। কিন্তু শ্রমিকদের এ দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি।
এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।