জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ জানায়।
Published : 04 Nov 2023, 07:27 PM
গাইবান্ধায় বিএনপি-জামায়াত ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ জানায়, গত শুক্রবার রাতে জেলার সাদুল্লাপুর উপজেলায় সাতজন, পলাশবাড়ীতে পাঁচজন, সুন্দরগঞ্জে দুজন, গোবিন্দগঞ্জে আটজন, সাঘাটায় সাত নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি মাহাবুব আলম জানান, বিএনপির চারজন, যুবদলের একজন ও ছাত্র শিবিরের দুজন নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছেন।
পলাশবাড়ী থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর শনিবার আদালতের তোলা হয়। আদালত তাদের কারাগারে পাঠায়।
সাঘাটা থানার ওসি মো. রাকিব হোসেন জানান, সাঘাটায় বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, তারা বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, বিএনপির দুই নেতাকর্মী শুক্রবার রাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার তাদের আদালতে নেওয়া হয়। আদালত গ্রেপ্তারদের কারাগারে পাঠায়।