শহরের মুচিরপোল এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
Published : 25 Jan 2024, 02:43 PM
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ দেওয়ায় তার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল হয়েছে।
নড়াইল জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের মুচিরপোল এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এক অলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও মাশরাফীর সমর্থকরা বক্তব্য রাখেন।
তারা মাশরাফীকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন এবং নড়াইলের উন্নয়নে মাশরাফির সঙ্গে থাকতে সবাইকে আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, সহ-সভাপতি হাসানুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মিলন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছমত আরা ও নড়াইল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নিলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মাশরাফির আয় কমে অর্ধেক, পাঁচ বছরে গড়েননি নতুন সম্পদ
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুভাষচন্দ্র বোস বলেন, “মাশরাফীকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা। অবহেলিত নড়াইলের জন্য তিনি মাশরাফীকে উপহার হিসেবে পাঠিয়েছেন।”
জেলা যুবলীগের আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান বলেন, “দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ থেকে নড়াইলে কেউ মন্ত্রী হননি। সেখানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফীকে হুইপ নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী খুশি; তিনি আমাদের গর্ব।”
রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিযুক্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।তাতে সরকারদলীয় হুইপ তালিকায় মাশরাফীসহ ৩ নতুন মুখ রয়েছে। বাকিরা হলেন- নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল।
আর একাদশ জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী যে টানা দ্বিতীয়বারের মত একই দায়িত্বে থাকছেন। এছাড়া একাদশ সংসদের হুইপ দিনাজপুর -৩ আসনের এমপি ইকবালুর রহিম এবং জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন দ্বাদশেও বহাল থাকছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন মাশরাফী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১,৮৯,১০২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪,০৪১ ভোট।
২০১৮ সালে প্রথমবারের মতো নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।