ঝিনাইদহে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি

অর্ধেক আম শিলের আঘাতে ঝরে পড়েছে। ক্ষতি হয়েছে ফুল আর কলারও।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 03:24 PM
Updated : 25 April 2023, 03:24 PM

ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও আমের ক্ষতি হয়েছে।

সোমবার রাতে কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রাম, সলেমানপুর, এলাঙ্গী এবং কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা, ত্রিলোচনপুর, বালিয়াডাঙ্গা, বানুরিয়া, ঘিঘাটি, চাঁদবা, শাহাপুর ও একতারপুর গ্রামে শিলাবৃষ্টি হয়।

কোটচাঁদপুর উপজেলার নওদা গ্রামের চাষি আব্দুল আজিজ বলেন, এবার তিনি পাঁচ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন পর ঘরে তুলতে পারতেন।

“আশা ছিল, কমপক্ষে ১০০ মণ ধান পাব। ঝড় আর শিলাবৃষ্টিতে খেত তছনছ হয়ে গেছে। শিলের আঘাতে শীষ থেকে ধান ঝরে পড়েছে।”

আব্দুল আজিজ আরও জানান, শুধু ধান নয়, আম আর লিচুরও ব্যাপক ক্ষতি হয়েছে। অর্ধেক আম শিলের আঘাতে ঝরে পড়েছে। ক্ষতি হয়েছে ফুল আর কলারও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপ-পরিচালক মো. আজগর বলেন, তিনি ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মাঠ পরিদর্শন করেছেন। ঝড়, শিলাবৃষ্টিতে প্রায় ২০০ বিঘার উঠতি ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।