বুধবার সকালে তাকে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
Published : 25 Sep 2024, 08:55 PM
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে সাভারে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকাল সাড়ে ১০টায় তাকে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
গ্রেপ্তার মো. আরজু মোল্লা রাজবাড়ীর কালুখালী উপজেলার মো. খোরশেদ মোল্লার ছেলে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পরদিন ৬ অগাস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান আরজু। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০১৫ সালের ২৮ অগাস্ট রাজবাড়ীর কালুখালীতে জব্বার মোল্লাকে হত্যা করা হয়। সেই মামলায় আসামি ছিলেন আরজু মোল্লা। ২০১৯ সালে ১০ সেপ্টেম্বর আরজুকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তারপর থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আসামিকে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।