সোমবার বিকালে মৌলভীবাজার থেকে আত্মগোপনে থাকা জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করা হয়।
Published : 01 Oct 2024, 04:02 PM
মৌলভীবাজার থেকে আটক সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-১২ কোম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ।
এর আগে সোমবার বিকালে র্যাব-১২ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে মৌলভীবাজারের সোনাপুর এলাকার দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে আত্মগোপনে থাকা জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করা হয়।
তবে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তখন তা জানায়নি র্যাব।
মঙ্গলবার র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ অগাস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় গত ২২ অগাস্ট সদর থানায় আলাদা তিনটি মামলা করা হয়।
প্রতিটি মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু এহাজারভুক্ত আসামি।
এছাড়াও হেনরী দম্পতি নিজেদের লাইসেন্স করা অস্ত্র সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে জমা দেননি। সেই অস্ত্র পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় অস্ত্র মামলা করেছে পুলিশ।
এই চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের সোমবার বিকালে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিরাজগঞ্জে যুব ও ছাত্রদলের এই তিন নেতাকর্মীসহ মোট ২৯ জনের মৃত্যু হয়।
এর মধ্যে এনায়েতপুর থানায় হামলায় ওসিসহ ১৫ পুলিশ সদস্য, ছাত্র-জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন এবং রায়গঞ্জে আওয়ামী লীগ অফিস ও প্রেস ক্লাবে হামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতা ও একজন সাংবাদিক নিহত হন।
এছাড়া জান্নাত আরা হেনরীর বাসায় আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন দুজন।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর জান্নাত আরা হেনরী, স্বামী শামীম তালুকদার লাবু ও তাদের একমাত্র মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
এছাড়াও দুদক তাদের সম্পদের অনুসন্ধান করছে এবং ব্যাংক হিসাব স্থগিত করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবীর মঙ্গলবার দুপুর ২টার দিকে জানান, সাবেক সংসদ সদস্য হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থানা থেকে সিরাজগঞ্জ থানায় আনার প্রক্রিয়া চলছে। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন
সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী গ্রেপ্তার
সিরাজগঞ্জে এমপি হেনরির বাসায় অগ্নিসংযোগ, ২ মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্না, হেনরী ও সচিব অপুর বিরুদ্ধে ৩ হত্যা মামলা