মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
Published : 30 Sep 2024, 05:05 PM
সরকারের পালাবদলে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তবে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় গত ২২ অগাস্ট সদর থানায় মামলা দায়ের করা হয়।
পৃথক তিনটি মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জান্নাত আরা তালুকদার হেনরী, মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারসহ আওয়ামী লীগের ৯ শতাধিক জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিরাজগঞ্জে যুব ও ছাত্রদলের এই তিন নেতাকর্মীসহ মোট ২৯ জনের মৃত্যু হয়।
এর মধ্যে এনায়েতপুর থানায় হামলায় ওসিসহ ১৫ পুলিশ সদস্য, ছাত্র-জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন এবং রায়গঞ্জে আওয়ামী লীগ অফিস ও প্রেস ক্লাবে হামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতা ও একজন সাংবাদিক নিহত হন।
এছাড়া জান্নাত আরা হেনরীর বাসায় আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন দুজন।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, রেলমন্ত্রী নূরল ইসলাম সুজন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গ্রেপ্তার হয়েছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।