তিতাস ও নরসিংদী গ্যাস ফিল্ডে ৩ কম্প্রেসর স্থাপন

১ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে এসব কম্প্রেসর স্থাপন করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 10:46 AM
Updated : 14 Nov 2023, 10:46 AM

গ্যাসের চাপ স্বাভাবিক রেখে উত্তোলন ও সরবরাহের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে দুইটি এবং নরসিংদী গ্যাস ফিল্ডে একটি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। তিতাসে বসানো হবে আরও দুইটি কম্প্রেসর।

মঙ্গলবার সকালে ভার্চুয়ালি এই কম্প্রেসর তিনটির উদ্বোধন এবং দুইটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিতাস গ্যাস ফিল্ডের ‘এ’ লোকেশনে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে এই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান, কোম্পানি সচিব হাবিবুর রহমান ও মহাব্যবস্থাপক (অপারেশন) উত্তম কুমার সরকারসহ তিতাস গ্যাস ফিল্ডের কর্মকর্তারা।

মূলত কূপগুলোতে গ্যাসের মজুদ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে চাপের সাথে সমন্বয় রেখে তিতাস এবং নরসিংদী গ্যাস ফিল্ডের কূপগুলো থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহের লক্ষ্যে কম্প্রেসর স্থাপন করা হচ্ছে। ১ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে এসব কম্প্রেসর স্থাপন করা হচ্ছে।

এছাড়া তিতাসসহ অন্যান্য গ্যাস ফিল্ডের বন্ধ হয়ে যাওয়া কূপগুলো ওয়ার্কওভার এবং নতুন কয়েকটি কূপ খনন করা হচ্ছে বলেও অনুষ্ঠান শেষে জানান বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান।