“অধ্যক্ষ ছায়েদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রের প্রিন্টারের মাধ্যমে ২৫-৩০ কপি হাতে লিখা নকল প্রিন্ট বের করেন।”
Published : 03 Mar 2024, 07:18 PM
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কেন্দ্রে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় এক মাদ্রাসার অধ্যক্ষকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সাড়ে ১১টায় উপজেলার ‘শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’ কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত জানান।
দণ্ডিত মো. ছায়েদুল ইসলাম (৫৩) উপজেলার রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত বলেন, ওই কেন্দ্রের ভেতরে অবস্থান করার সময় কয়েকজন শিক্ষককে ছোটাছুটি করতে দেখা যায়। নকলের বিষয়টি আন্দাজ করে শ্রেণিকক্ষে গিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়।
তিনি বলেন, পরে শ্রেণিকক্ষের বাইরে ও পরীক্ষা কেন্দ্রের সীমানা প্রাচীরের মধ্যে হাতে লেখা অসংখ্য প্রশ্নের সমাধান পাওয়া যায়। হাতে লেখা সমাধান করা ফটোকপির বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
“জিজ্ঞাসাবাদে রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছায়েদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রের প্রিন্টারের মাধ্যমে ২৫-৩০ কপি হাতে লিখা নকল প্রিন্ট বের করেন।”
আরাফাত বলেন, “পরে তার মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটস অ্যাপে শ্রেণিকক্ষের বাইরে উদ্ধার হওয়া হাতে লেখা নকলের হুবহু ছবি পাওয়া যায়। এক ছাত্র এগুলো সমাধান করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ করেন।”
দোষ স্বীকার করায় অধ্যক্ষ ছায়েদুলকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা; অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।