গাজীপুরে পাঁচ ইটভাটা উচ্ছেদ, ২৪ লাখ জরিমানা 

এস্কেভেটর দিয়ে ভাট্টি আংশিক ভেঙে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 06:15 PM
Updated : 7 Dec 2022, 06:15 PM

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় পাঁচটি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার দারিয়াপুর এলাকার ওই অভিযান পরিচালানা  করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।  

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া বলেন, এর মধ্যে লতিফপুর এলাকার মেসার্স কুমিৎপুর ব্রিকস (কেবিএম) কে ৫ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকস (কেএমবি) কে ১ লাখ, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লাখ, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া এস্কেভেটর মেশিন দিয়ে কিলন (ভাট্টি) আংশিক ভেঙে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অধিদপ্তরের এ অভিযান চলবে বলে জানান নয়ন মিয়া। 

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্য এবং সংবাদকর্মীরা ছিলেন।